তরু তলে বসে আছি আমি একলা,
নীলাকাশে উড়ে যায় শত বলাকা।
গোঁধুলি নামে ঐ সন্ধা সাঁজে,
হাজার বেদনা তবু হৃদয় মাঝে।
ডোবে রবি, ডাঁকে পাখি ঐ আকাশে,
মেঘ খানি ছুটে যায় ঝুড়ো বাতাশে।
মন খানি উড়ো উড়ো করিছে আমার,
পড়ে আছে শত খানি রচনা সম্ভার।
উদাস মনে বসে আছি আমি একলা,
চারি দিকে নানা সুর করিছে খেলা।
এতো খুজি তবু না পাই আনন্দ আমার,
মন খানি হেরে গেছে নাহি যে পাই আর।
তরু তলে বসে আছি আমি একলা,
ভরষা নেই, আশা নেই রাতের বেলা।
তারা আছে, চাঁদ নেই ঐ আকাশে,
স্মৃতি গুলো উড়ে যায় ঝুড়ো বাতাশে।
তারি মাঝে বসে বসে আমি একলা,
নিবু নিবু আলোতে করছি খেলা।
একা একা মনে মনে গাই কত গান,
কত পাখি উড়ে যাই নেই সন্ধান।
স্মৃতি গুলো আমার এই খোলা জানালায়,
বার বার আসে আর উকি দিয়ে যায়।
পাই নাক আমি আর আনন্দ হাসি,
কেড়ে নিছো মন তুমি ওরে সর্বনাষী।