হৃদয় যখন ছিল অশ্রুসিক্ত,
পূর্বাকাশে আর উঠত না আদিত্য,
অনাহারে মরত
কত অসহায় শিশু,
ক্ষেপে আছে ওরা ওরা
ওরা সেই রক্তপিপাসু।
আজ অনাহারে বসে আছি
আমরা দুর্বল,
রক্ত স্রোতে সহেছি যাতনা
নেই কোন সম্বল।
তোমরা চেয়ে দেখ চেয়ে দেখ
মোদের রক্ত কণা
পরে আছে তোমাদের ঐ
অট্টলিকার পরে,
তবু নাহি বেদনা
নাহি অশ্রু ঝরে।