বসে আছি চেয়ে চেয়ে
আমি একলা,
চারিদিকে ভেসে বেড়ায়
ছন্দের মেলা।
নানা রঙ নানা স্বর
সারাদিন ভাসে,
রাত হলে সবগুলো
নীরব হয়ে আসে।
নীরব ওই তারকারাজি
মিটি মিটি চায়,
বসে আছি তারি মাঝে
এই নীরবতায়।
রংধনুর সাত রং
ঐ পুর্বকাশে,
জলহীন মেঘগুলো
আকাশেতে ভাসে।
নানা রংঙের প্রজাপতি
ছুটাছুটি করে,
ভ্রমর ক্ষিপ্ত আছে
পুস্পের তরে।
কা কা কাক ডাকে কোকিল
গাহে গান,
ভুলিতে পারি কি কভু
তাদের অবদান।