হে দয়ার সাগর, তুমি পৃথিবী হতে
আমাকে উঠিয়ে নাও,
নতুবা তোমার অনুগ্রহের চাদরে
আমাকে জড়িয়ে নাও।
তোমার মহা প্রলয়ে তাকে
ধংস করে দাও,
যদি বা তোমার অনুগ্রহ
না দাও।
জগতের সকল দায়িত্ব হতে
আমাকে মুক্ত কর,
নতুবা তোমার অনুগ্রহের
চাদরে জড়িয়ে ধর।
আমি হেরে গেছি জীবন
যাত্রার পথে চলতে,
আলোকিত পৃথিবীতে
জীবনকে রাঙাতে।
বিশাল দেহ নিয়ে অলসের
মত দাড়িয়ে আছি,
মানুষের মাঝে থেকেও
রোবট হয়ে গেছি।