হয়ত তোমার জীবন বষন্তের পূষ্প
কাননের তাঁজা পাঁপড়ীতে সাজানো,
হয়ত পারে না শীতের হীমেল বাতাশ
তোমাকে স্পর্শ করতে,
কিংবা কাল-বোশেখীর নিষ্ঠুর ঝড়
আজ তোমাকে ধরতে।
আমার মনে হয় তুমি কখনো দেখুনি
চৈত্রের কাঠ-ফাঁটা রোদ্দুর,
পিপাসাত্ব কাক হা করে ডানা মেলে যায়
যখন ভর দুপুর।
হয়ত তোমার অপেক্ষায় শরতের ঐ
টল-মল আকাশ,
নতুবা, তারা ভরা আকাশে, পুর্ণ জোৎস্নায়
যখন বয়ে চলে মৃদু বাতাশ।
কিন্তু তুমি কখনো ভেবো না যে
এ বাতাশ কোন দিন ঘুরে যাবে না,
তুমি কি দেখুনি বষন্তের দিন শেষ
হয়ে চলে আসে কাঠ-ফাঁটা রোদ্দুর?
শীতের হীমেল আকাশ যখন আসে
ভেবে নিও সামনে বষন্ত।