সারাটা দিন কারণ ছাড়া ঘুরে বেড়াই
একটা নীল পরীর সন্ধানে,
মনে হয় একটা মরীচিকার পিছু দৌড়াই
কিন্তু না তো, সংগোপনে _
আমি তাকে তো দেখেছি। বলেছিলাম_
বলনা, নাম কি গো তোমার?
বলেছিল সে নাম তার "নীল অপরাজীতা।"
চোখ দুটো তার কাজল করা ছিল,
দাত গুলো তার মুক্তার দানার মতো চকচক করছিল,
পরা ছিল তার নীল শারী,
তবে টিপ ছিল কিনা মনে নেই__
মনে হয় ছিল। আর অনেক ঘন রেশমীর মতো চুল ছিল।
জানি না কোথায় তার বাড়ি!
আমি বহুবার গিয়েছি সেই গলিতে,
যেখানে দেখেছিলাম তাকে,
খুজেছি ফেইসবুকে তার নাম দিয়ে__
কিন্তু আর পাই নাই, পাই নাই!
এখনো একা জোৎস্না রাতে তার কন্ঠস্বর শুনি,
চুপে চুপে সেই গলিতে আবার ঘুরে আসি।
যদি কোন দিন তার দেখা মেলে...