প্রজাপতি উড়ে যায়, শত পাতা ঝরে যায়,
কুয়াশায় ভরা মাঠ,
                             শীতকালে,
বলাকারা চলে যায়, কোন দিকে নাহি চায়,
ছুয়ে যায় মেঘাকাশ,
                       গীত তালে।
                   রুপময় ওই বন,
                  হতাশায় এই মন;
             পাঁখালীরা করে খেলা,
              নেই তাঁর কোন হেলা।
     সুর্যটা ঢেকে যায়, মেঘের ফাঁকে,
             মাঠ খানি মেঘে ভরা,
              মনটা আবেগে মরা;
    উদাসিন মন যেন, সতেজ রাখে।
তারা গুলো মিটি মিটি, জোছনা রাতে,
কপোতীরা করে খেলা, হবে কি তাতে।
           মেঘলোকে দিবে পাড়ি,
              দুনিয়াটা দিয়ে ছাড়ি;
               বড় সখ মনে তাঁর,
             সাথে নিয়ে হবে পার;
  কথা মোর শুনে যাও, ওগো বিদেশি,
     একা একা মন তাঁর, বড় হতাশি।