অপরাজিতা, এখনো আছে কি
তোমার সেই নীল শাড়ী
যেটা পরে দাড়িয়েছিলে
পিকচার প্যালেজ মোড়ের একটু সামনে,
আজও খুঁজি, আর পাব কি
সেই চির চেনা উজ্জ্বল মুখ
চোঁখ দুটো জল জল করছিল
আমি আজই খুঁজি নিভৃত আনমনে।
তোমরা জান, চোঁখ দুটো তার ছিল
হরিণীর মত আবার ছিল
তাতে কালো টিপ পরা
মনে হয়, একরাশ নিঃশ্বাস ফেলে তাকিয়ে ছিল,
আর পাই নি, এদিকে ওদিকে
তাকিয়ে আর পাই নি
হাজারো লোকের ভীড়ে
কোথায় লুকালো? সে যেন হারিয়ে গেল।