তুমি আমার চোখের রাজ্য হতে পালাও
যখন আমি তোমাকে চাই,
তুমি তখন ফিরে আসো
যখন কোন কাজে একানিষ্টতায় মন দেই।
তুমি তো আসো না
যখন থাকি সীমাহীন নীরবতায়,
তুমি ভেঙে ফেল আমার একানিষ্টতা
ফেলে দাও আমায় ব্যর্থতায়।
তবু আমি তোমার প্রত্যাশী, কারণ
তোমাকে ছাড়া চলে না কারো জীবন।
তুমি চলে আসো দ্রুত
নতুবা দীর্ঘ করো রাত,
পুর্ণিমার চাঁদ পশ্চিমে ঢলছে
আসছে হানা দিয়ে প্রভাত।
আমি তোমাকে পেতে চাই
নির্দিষ্ট এক সময়
একান্ত নীরবতায়;
যেন জীবনটা না ভাসায়
আষাঢ়ের জলে
নতুবা ব্যর্থতায়।
আমি তোমাকে পেতে চাই
নির্দিষ্ট এক সময়
একান্ত নীরবতায়,
যেন না হয়ে দাড়ায় বাধা
শত শত কর্মভোগ আর
জীবন যাত্রায়।
আমি তোমাকে পেতে চাই
এমন এক সময়
যেন জীবন যাত্রার
এক বিন্দু ক্ষতি না হয়
তোমার দ্বারায়।
মানব শরীরের ক্লান্তী দুর করো তুমি
দাও এক উৎফুল্ল মন আর মেজাজ,
কিন্তু যখন আমি তোমাকে চাই
তুমি চলে যাও, পাও কেন লাজ।
কত মানবের হৃদয়ে আছে
সীমাহীন দুর্চিন্তা,
তুমি ফেলে রাখ তারে কেন অসহায়?
তার সাথে তোমার কি শত্রুতা।
কত মানবের আছে সীমাহীন
কিছু রোগ,
তোমার বিরহে করতে হয় কেন তার
এতো ভোগ।
কেন তুমি এতো নিষ্ঠুর?
পাশে থাকলে কি ক্ষতি হবে;
চিন্তা গ্রস্থ এক বন্ধুর।