শুনেছি মানব হৃদয় ভালোবাসার দ্বারা সৃষ্ট,
আবার ভালোবা ছাড়া নাকি
এটা বাচে না।
হে মানব হৃদয়, যখন ছলনা ময়ী
ভালোবাসা, হৃদয়কে কুড়ে কুড়ে খায়,
বলে মন!
তোমার বিরহে ব্যথিত, এ হৃদয়
চাই যে, সারাক্ষণ, মরণ,
শুনেছি জীবনের সাথে জীবন যোগ হয়ে,
হৃদয়কে একটু শান্তি দেয়,
ওগো প্রেয়সী!
আমি তোমার জন্য আজ সন্ত্রাসি,
তোমার বিরহ আমার বুকের, তপ্ত
নিশ্বাসকে কেড়ে নেয়।
ওরে রুদ্র! তোমার ভালোবাসার বদলা নিতে,
আমি আজ হত ভাগিনী, সন্ত্রাসিনী,
কুখ্যাত নারী, থায় হলো ভারতে,
সে কথা আজ আমাকে কে বলে?
বরং তাড়ালো আমারে,
দেশ বাসি সকলে মিলে।