খোলামনে লাগে সখ,
ভালো লাগে আনন্দ প্রমাদ,
গিয়েছি ঐ গাঁছের পানে, সকলেই তাহা জানে,
পাঁপড়িতে গড়া যার, লাল রঙে ভরা তার,
তার নিচে নীল নীল বোটাতে আটা,
বাড়িও না তোমার হাত, হতে পারে উৎপাত,
চেয়ে দেখ ডালে তার শতখানি কাঁটা।
একদিন সাহস করে, বাড়িয়েছি হাতটা জোরে,
চোখ মোর ছলছলে, ফুলটা নেব বলে,
হলো না পুরণ আশা, নেই তার ভালোবাসা,
বেঁধে দিল কাঁটা তার, আমার হাতে,
ব্যথা পেলাম সেদিন আমি, রক্তপাতে।
অভিমানে ভরা মন, কি করি আমি এখন?
হেরে গেছি ভাই আমি সুন্দরের কাছে,
টপটপে রসে ভরা, দেহ তার তরু তাঁজা,
চোখে মুখে লাগে নেসা,
এত খানি বিরহে জীবন কি বাচে?
কিছু দিন পরে দেখি, চোঁখ আমার অবিশ্বাসী,
নেই তার কাটা আর, বোটাখানি ছিড়ে তার,
পরে আছে দেহ তার, ধুলির উপর।