সারাক্ষণই তোমায় খুঁজি
এই মনে হয় পেলাম বুঝি,
তপ্ত বালুর পরে যেন
জলের ছলনা।
সারাদিন কাজের ফাঁকে
হৃদয় আমার ছবি আঁকে,
মন মাঝে কেন জানি
তোমার ভাবনা।
প্রভু তুমি দাও না ধরা
না হয় আমার হৃদয় মরা,
বাঁচাও গো আজ মোরে
তোমার মিলনে।
এই পৃথিবী নাই বা খুঁজুক
কারো ইচ্ছা নাই বা থাকুক,
তোমার দেখা হবে কবে
আমি জানিনে।
অন্তর মম শূন্য থাকে
অস্থির হই কাজের ফাঁকে,
হৃদয় আমার মরে গেল
বিরহ ব্যাথাতে।
প্রভু তুমি দাও না দেখা
নয়ন আমার অশ্রু মাখা,
শান্ত কর অন্তর মম
তোমার ছোয়াতে।