আমি কবি নয়, দিতে পারব না সেই
কাব্যের মোলায়েমতা,
দিতে পারি আমি ব্যর্থতা আর সেই
বুক ভরা কিছু ব্যথা।
যে ব্যথার দহনে হৃদয় হয় যে,
পুড়ে ছারখার,
যে ব্যথায় কাঁদে না হৃদয়, নীরবতার
হয় না অবসার।
যে ব্যথার দহনে হয় না সোনা, হয়
কয়লার মতো কালো,
আবেগে তারা যতই বলুক কি করে
করবে সে ভালো?
বুক ভরা ব্যথা, অপ্রত্যাশিত কথা
চলছে অনির্বাণ,
মুছবে কি ব্যথা, থামবে কি কথা
যদিও কর অশ্বদান।
হৃদয় আমার, বেড়ি দিছি তামার,
গলবে না একবিন্দু,
দুঃখ পেয়েছি, অস্ত্র ছেড়েছি,
সুবিশাল এক সিন্দু।
নবীন প্রভাতে, নতুন আলোকে
দেখেছি কত স্বপন,
সেদিন প্রভাতে দিয়ে ছিলে হাতে,
বলে ছিলে করতে বপন।
হারিয়েছি ভাষা খুজতেছি আশা,
শত নবীনেয প্রত্যাশা,
হৃদয় মোর কালো নেই কোন আলো
বৃথা হয় সব আশা।
বলিছি সেদিনে এসেছি যেদিনে
আশায় জীবনের সব,
হারিয়েছি বিশ্বাস নে কোন নিঃশ্বাস
হয়ে গেছি নি-রব।
আশায় জীবন হয়েছে মরণ
ভরষা নেই এক বিন্দু,
ব্যথায় ভরা হৃদয়ে মরা
হয়েছে সুবিশাল সিন্দু।