আমি ভালোবাসতাম তোমাদের,
এক সময় তোমাদের জন্য দুচোখের
অশ্রু ঝরত আমার।
কিন্তু আজ আমার আকাশ বড় বিষাদীত
শুধু তোমাদের কারণে,
আমি কখনই শান্তি পাব না,
না জীবনে না মরণে,
যত দিন আমার হৃদয়ে অশ্রুসিক্ত হবে
তোমাদের স্বরণে।
কি করলে তোমরা আমাদের?
এর চেয়ে ভালো হতো যদি সর্বস্ব
হরণ করতে মোদের,
ভালো হতো যদি খুন করতে মোদের।
তোমাদের আচরণ এতোটায় নিষ্ঠুর
যতটা কাল বৌশাখের আকাশ নয়,
তোমাদের মনোভাব এতোটায় ভয়ানক
যতটা, মহা সমুদ্র-কুলের ঢেউ নয়,
তাইতো আমাদের হৃদয় একটু একটু
করে বেশি বিষাদীত হয়।
আমি কখনই ভাবতে পারিনি,
তোমরা এরুপ করবে,
অবশেষে তোমাদের দুচোখে ভয়ানক
অশ্রু তীলে তীলে ঝরবে।