চেয়ে দেখ দুরাকাশে কত খানি তারা,
ফাঁগুনের আগমনে কাননটা ভরা।
তারি নীচে বসে আছি আমিই একলা,
প্রজাপতি একে বেকে করছে যে খেলা।
ভ্রমরের ক্ষোভানলে ফুল যদি রাগে,
কখনো বা ফোঁটে তাহা কাহারো সে আগে।
ফাগুনের ফোঁটা ফুল গ্রীষ্মে কি থাকে,
ফুল ছাড়া কলি কেবা কাগজেতে আঁকে।
বহুদিন পরে দেখি কাননের কাছে,
অস্ফুত পাঁপড়ীটা দেখি পড়ে আছে।
গৌরবে ভরা তার নয়া যৌবন,
পাথরের মত তার কেন হলো মন।
ভাবিয়া যে কুল তার সেই তো হারায়,
চোঁখ দুটি বরষিল. বৃষ্টি ধারায়।