মাঝ রাতে ঘুম ভেঙে গেলে,
তারাদের ঝিলি-মিলি আলোয়,
অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি
জমবে ভালোয়।
তুমি কি দেখেছ কভু? ঐ
নিষ্কলংকিতার মায়াবিনী চাহনী,
আমি কখনো দেখিনি তার অশ্রুজল,
হোক সে অবলা কামিনী।
এই শো শো বাতাশে শীতের
হীমেল হাওয়ায় যদি,
অশ্রু আর ধরে না, ধরে না
কখনো বয়ে যায় নদী;
তুমি চলে এসো, চলে এসো
এই ধুসর জোছনায়,
এসো না গল্প করি।