আজ আমার আকাশটা বড় অন্ধকার,
এমন আকাশ আমি আর আমি চাই না
যে আকাশে মানব হৃদয়ের নেই কোন নিস্তার।
যদিও তোমার আকাশ তারকা রাঁজীতে ভরা,
তবু আমার বিশ্বাস সেটা শান্তি নয় বরং
আবেগে মরা।
আজ আমার নদীটার নেই কোন ঢেউ,
এমন একটা নদী হবে জানত বা কি কেউ?
যদিও তোমার নদীটা বড় উত্তাল,
সবই শান্ত, হৃদয়ে আছে আনন্দ উৎসব?