কেমন হতো?
যদি তোমাকে ধানের পাতায় জমা শিশিরের মত
শত খানি মুক্তার মালা পরানো হতো,
সদ্য প্রস্ফুত পদ্ম যদি তোমার রেশমী
চুলে সুন্দর করে কেউ সাজিয়ে দিত।
শুকনো নাটা-ফল দিয়ে যদি
তোমার পায়ের নুপুর বানানো হতো।
আয়তলোচনা নেত্র কোনায়,
জমে থাকা সেই মুক্তার কণা,
যেন শীতেল হাওয়ায় দুর্বার মাথার
শিশিরের কণা।
কচি লাউয়ের মত হস্ত তোমার,
হাত দুটির ঐ আঙ্গুল তোমার
যেন কচি সবরি কলা।
এত সুন্দরে মনে যার দেয় না দোলা,
সে রে কোন, সে রে কোন,
হায়রে, সে রে কোন হতভাগা?
তুমি পাবে না, পাবে নাকো
জগৎ ঘুড়িয়া এমন এক জনা।