যখন দুঃসময় চলে আসে,
মনটা কেন আতি পাতি হয়,
দু চোখের সামনে স্মৃতি গুলো কেন ভাসে?
যখন আমার স্বপ্ন রঙ্গিন হয়,
কেন বারে বারে আমি
চিন্তার গভীর জঙ্গলে নিজেকে হারাই।
যখন আকাশ বড় সীমাহীন,
তারা গুলো ঝিকিমিকি করে
তবু চাঁদ কেন বড় অম্লীন?
কালের আকাশ বড় মেঘাচ্ছন্ন ছিল,
তাই সে ক্রোধে কিছু জল
আর বজ্র ফেলে দিল।
আমার আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়,
দু চোখে ঝরার মত এক বিন্দু
জল কভু না পায়।