হৃদয়েতে ফুলের কলি
আমি তোমার প্রেমের বলি
মিলনে তে কত বাধা
আমি কৃষ্ণ তুমি রাধা।

পুরা মনে দহন লাগে
হারানোর ভয় যে জাগে
আমি রাম তুমি সীতা
প্রেমই মিষ্টি প্রেমই তিতা।

তুমি আমার প্রাণ সজনী
কাটে না আর দিন রজনী
তুমি শিরি আমি ফরহাদ
প্রেমে জীবন হইলো বরবাদ।

চুপিচুপি কও না কথা
খোপায় ফুলের মালা গাঁথা
আমি মজনু তুমি লাইলি
পাগল পারা প্রেম শিখাইলি ?

পাগল আমি তোমার প্রেমে
জীবন আমার যায় যে থেমে
তুমি আমার আনারকলি
আমি সেলিমের জীবন বলি।

তুমি আমার চোখের মনি
তুমি আমার প্রাণের ধ্বনি
চন্দিদাস হয়ে বড়শি টানি
তুমি আমার রজকিনী।

বকুলের মালা গাঁথি
তোমায় পোড়াবো সাথী
মধু পূর্ণিমা রাতি
বিরহেতে কাতর থাকি।