অশ্লীলতা, নগ্নতা যখনি গিয়েছে বেড়ে
আল্লাহর নির্দেশ মতো গজব এসেছে তেড়ে
ইতিহাস তাই বলে প্রত্যেক কালে কালে....

রাত পেরিয়ে দিন
কোভিড নাইনটিন...

ভাইরাস করোনা
এঁকেছে ফন্দি
সাধ্য কি আছে কারো
পালাবে গণ্ডি ?

ঘরে বসে তাইতো
ফিকে ফিকে কান্দি
আজ মোরা সকলে
চার দেয়ালে বন্দি।

করোনায় বিপর্যস্ত
আজকে পুরো বিশ্ব
তাকিয়ে তাকিয়ে দেখছে মানুষ
ভয়ঙ্কর দৃশ্য।

দুনিয়াটা হয়েছে
কারবালা প্রান্তর
ঘর বন্দি মানুষের
বিধ্বস্ত অন্তর।

করোনা নিয়ে কতো জনে
কতো বাহাদুরি
ভাইরাস করবে খতম
হাতে মেরে তুরি।

কোথায় গেল আজ
এত শত দম্ভ
ভেঙ্গে আজ চুরমার
ছিলো যত স্তম্ভ।

কোভিড ১৯ এর সাথে
করবে নাকি লড়াই
বুক ফুলিয়ে করেছিল  
কত লোকে বড়াই।

করোনার সাথে যারা
করতে চেয়েছিল যুদ্ধ
করোনা তাদের সকলকে
করে দিয়েছে শুদ্ধ।

অবশেষে শক্তিশালীরা
মাথা করেছে নিচু
বুঝেছে ভাইরাস এবার
নিয়েছে তাদের পিছু।

আল্লাহ তার কথা মতো
মহামারী নিবেন তুলে
ঝড় থেমে গেলে মানুষ
ফের যাবেন ভুলে।