আমি ভুল করে ভুল পথে
হেঁটে এসেছি আপন মনে
অনেকটা পথ পেরিয়ে এসে
থমকে দাঁড়িয়ে দেখি শেষে
একা আমি আছি বসে
ছিল যারা সহযাত্রীর বেশে
নেমে গেছে তারা একে একে
নিঃসঙ্গ একা হয়ে ভাবি
সময়কে অবহেলা করেছি আমি
নিজেরি অজান্তে নিজেকে দিয়েছি ফাঁকি
আঁকড়ে ধরার তরে পেছন ফিরে দেখি
ধু ধু বালুচর আর চোরাবালি সবি
এখনো যে যেতে হবে অনেকটা পথ বাকি
ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত পথিক এখন আমি।