যম আসিয়া বললে কেমন
জলদি চলো এসেছে সমন
বিধাতা আজি ক্রদ্ধ ভীষণ
জীবনের মায়া ছাড়ো এখন

আমি বলি দাঁড়াও বাপু
আমিও আছি ব্যস্ত এখন
ডাকলেই হলো যখন তখন

কিছুইতো হলো না করা
তাতেই দিচ্ছ এত তাড়া
আমিও মানুষ বাপু
দায়িত্বে পিট খাড়া

পিতা মাতার সেবা
সন্তানের ভবিষ্যৎ গড়া
অর্ধাঙ্গিনীর অধিকার বুঝিয়ে দেয়া
আমি করব কোন বেলা?
বললেই হলো চলো এ বেলা!!!

বুদ্ধি যদি থাকে কিছু ঘটে
মনে করো কি কাজে এসেছিলে তটে
কাজের কাজ কিছু করো নাই বটে
বিধাতা কি শুধু শুধু চটে?
চলো ঐ ধারে বুঝবে মজা কারে বলে।

আমি বলি ওরে
শক্ত করে ধরো মোরে
যম বুঝি আজ আর না ছাড়ে
লইয়া যাইবেই ঐ পারে!!

তবে শুনিয়া রাখ যম মহাশয়
ছাড়িয়া যাইতেছি বিষয় আশয়
হিসাব নিকাশ বিস্তর বাকি
তবু তোমারে দেবনা ফাঁকি
ভুল কিছু করিয়াছি আমিও জানি

তবে ওপারে গিয়া যদি দেখি
জগতে ইহারা মরিতেছে ধুঁকি ধুঁকি
তখন বুঝিবে তোমারো বিধাতা উনি।