বসিয়া টেবিলে রাখিয়া ভূরি
ঘড়িতে তখনো নয় টা কুড়ি
ঢেকুর তুলিয়া মনে মনে বলি
আমি সরকারি কর্মচারী
চপ্পল পেন্সিল আর কলম দানী
অঝথাই করি নারানারি
চিৎকার করে ডাকি অফিস সহকারী
চা টা দে না ভাই একটু তারা তারি
আমি সরকারি কর্মচারী
অফিসের চা টাতে কি জানি কি আছে
পেটে তে যখনি পড়ে ছোট ঘর হয় যেতে
শরীরের ভারে পশ্চাৎ না পারি ছুঁতে
হোস পাইপ লাগে মোর নিতম্ব ধুতে
আরাম করিয়া বলি
আছে বুঝি কিছু কাজ জমি
বিরক্ত হয়ে বলি
কেন এত কাজ করি
আমি সরকারি কর্মচারী
লোকজন কিছু এলো
কোথা দিয়ে চলে গেলো
কি জানি কি বলেছিলো
কিছুই না কানে গেলো
ফেসবুক টিকটক আরও আছে রীল টা
দেখতে দেখতে বাজলো যে দেড়টা
খাওয়া দাওয়া আর পড়তে নামাজ টা
ঘড়িতে তখন দেখি বেলা যে তিনটা
আর নয় আর নয় শেষ প্রায় দিনটা
জুতা মোজা পড়তেই বাজলো যে চারটা
বাড়িতে অনেক কাজ বলেছিলো বউটা
স্যার কে তেল দিয়ে আগে যেতে চায় মনটা
এভাবেই চলে যায় সরকারি জীবনটা।