আমি হতবাক আমি বাকরুদ্ধ
আমি করিতে চাই এই যুদ্ধ
যদি থাকে প্রাণে এক বিন্দু রক্ত
আমি দাঁড়িয়ে থাকবোই হয়ে শক্ত

আমি নিশ্চল আমি নিথর
আমি বুকেতে বাঁধিয়া পাথর
রক্তাক্ত করিব আপন সহোদর

মোরা কি শুধুই কলম ধরিতে জানি
ইতিহাসে তবে কেন ভিন্ন কথা শুনি
আপন অধিকার আদায়ের লাগি
বন্য ভূমিকে মোরা শ্মশান করিতে পারি

বাজে ঝংকার করো চিৎকার
লক্ষ স্বরে হয়ে ওঠে যেন তাহা হুংকার
আজি সময় হয়েছে আবার, পথে নামার।