তব মৃত্যুরো দুয়ারে দাঁড়ায়ে
বিধাতা দিয়াছেন মোরে ফিরায়ে
আজি সকল ও বাঁধারে সরায়ে
দিতে চাই না বলা কথা ছড়ায়ে

কর্মব্যস্ত শরতেরো এক বিকেলে
বুঝিনি তখনো আসছে আঁধার ঘনায়ে
ভাবনা গুলো যাচ্ছে কেমন জড়ায়ে
স্মৃতি সবি ভাসিয়া উঠিল নয়নে
নাহি বল পাই আপন চরণে
দূর বহুদূরে কেহ নিয়েছেন মোরে স্বরনে

থরথর করিয়া কাঁপিয়া উঠিলো দেহ
কাটিয়া গেলো জগতেরো যত মোহ
প্রতিটি অঙ্গ করিতেছে যেন বিদ্রোহ
কোন বাঁধনেই রাখিতে পারিবে না কেহ
শূন্যে ভাসিয়া উঠিল রূহ
রাখিয়া শয়নে আপন শবদেহ।

দেখিলাম আমি শত আলোকবর্ষ দূরে
ছুটিয়া আসিতেছে কেহ ধীরে ধীরে
অতি ক্ষুদ্র অতি ক্ষিন সেই আলো
নেত্র নাহি দেখে কভু হেনো উজ্জলো
ছিন্ন ভিন্ন করিয়া সকলো কালো
স্নিগ্ধ স্বরে কহিলেন, অনন্তেরো পথে চলো।