দিন যায় রাত যায়
নিয়মেরি খেলায়
স্মৃতির পাতা গুলো
ধূসর হয়ে যায়
কত সহজেই আর
কি করে যে হায়
মায়ের মুখ-খানি
ঝাপসা হয়ে যায়
স্মৃতিগুলো ভেসে উঠে
চোখের পাতায়
কথাগুলো জড়িয়ে
বাক্য হারায়।

কতদিন হয়ে গেল
দেখি না তোমায়
বুক ভরা ব্যথা নিয়ে
কাঁদি নিরালায়
কোথায় হারালে তুমি
নিয়ে চির-বিদায়
মা মা বলে আমি
খুঁজি তোমায়
চেয়ে থাকি এই বুঝি
ডাকবে আমায়
বলবে চিরচেনা স্বরে
বাবা আয় কাছে আয়।