মজনু মিয়া মরেছ তুমি হয়েছো স্বর্গবাসি
করে গেছো মোরে তোমার হক আদায়ের দাসি
বুঝিয়ে দেবে সব কিছু তার,ছিল যা সব প্রাপ্য
এমন মানুষ বল কোথা পাই যে বুঝবে তোমার কষ্ট
যত বারি ভাবি, আগবাড়িয়ে নেবনা আর এসব যন্ত্রণা
তত বারি মোর সামনে আসে কান্নাকাতর ভাবির মুখখানা
তাই বাধ্য হয়েই ছুটে চলি যথাতথা
যেকরেই হোক,বুঝিয়ে দেব
মজনু ভাইয়ের ষোলআনা।
হাসছো তুমি বলছো মোরে
বুঝলে বাবু দায়িত্ব কারে বলে
আমিও বলি বুঝবে চাঁদু
মরলে আমি পরে।