ঘটক পাখি ঘটক পাখি
ঘুরো তুমি সবার বাড়ি
একটা কথা তোমায় বলি
দাওনা খুঁজে আমার রানী

কবে থেকে নিয়ে তরী
বসে আছি একা আমি
আসলে তুমি দেব পাড়ি
সুখ দুঃখের সাগর নদী

আচ্ছা,ঘটক পাখি
একটা কথা বলো দেখি
সেই যে আমার পরান পাখি
চিনবে তুমি কেমন করি?

খুব সহজে মিলবে না সে
সেই কথাটা আমিও জানি
গোপন কিছু কথা বলি
শোনো তুমি চুপিচুপি

হঠাৎ করেই দেখবে যখন
মনে হবে অতি সাধারণ
ভীমড়ি তুমি খাবে তখন
রুদ্র মূর্তি দেখবে যখন

কাজল কালো তাহার নয়ন
নিমিষেতেই কোমল কানন
তাহার চোখে সবাই সুজন
করে নেয় সে পরকে আপন।

ঘটক পাখি ঘটক পাখি
খুঁজে আনো তারে তাড়াতাড়ি
নইলে খাবে মাথায় বারি
হবো আমি দেশান্তরী

হাজার টা মেয়ে খুঁজে শেষে
আনলে তুমি যারে ধরে
মুখখানি তার দেখার পরে
তারা দেখি ভর দুপুরে
এক দেখাতেই হলাম রাজি
সবাই মিলে ডাকলো কাজি
শুনেই আমার এলো কাশি
বুঝলাম এবার হবেই ফাঁসি।