কখন কোথায় হয়েছিল পরিচয়
মনে নাই মনে নাই
তবু মনেরি অজান্তে
আসিতেছ স্মরণে
গোপনে গোপনে
যে কথা বলেছিলে
নয়নের ও চরণে চরণে
মনে নাই মনে নাই
আমি দূর হতে দেখেছি
চেয়ে শুধু তোমারে তোমারে

যদি আরও কিছু চাই
তবে দেবে কি হায়
দু-হাত খানি বাড়িয়ে বাড়িয়ে
রাখিব তোমারে জড়ায়ে জড়ায়ে
ঐ অপলক দৃষ্টির ও বাণে
কত কি যে বলেছিলে
বুঝি নাই বুঝি নাই
আমি শুধু দেখেছি
চেয়ে চেয়ে তোমারে তোমারে।