আমি মানুষ নাকি রেলগাড়ি
যেখানে যাহারে ধরিয়াছি টানি
সেই চলে গেছে মোরে ছাড়ি
নাজানি আমি কেমনে রাখিতে হয় ধরি?
আদরে সোহাগে যখন যাহারে রাখিয়াছি পুষি
খানিক পরেই পেখম মেলিয়া উড়িয়া যায় সে পাখি
আমি শুধু একা থাকি আর ভাবি দিবানিশি
বিধাতা কেমনে লিখিলেন আমার এই বিধি
কত না যতনে কত না সোহাগে
রাখিলাম তোরে আদরে আদরে
সেই তুই আজ বললি আমারে
দাদা দাও মোরে ছেড়ে আমারি সুখের তরে
চোখে তোর উচ্ছলতা খেলা করে
এতটা খুশি তোরে দেখি নিতো আগে
আমার কি সাধ্য আছে বাঁধিয়া রাখিব তোরে
এতো সুখ থেকে তোরে, রাখিব কি করে দূরে?
থাকিলে তুই পাশে নির্ভরতা পাই খুঁজে
তাই বলে কি রাখিবো ধরে নিজেরি স্বার্থলোভে
বিদায় জানাই তোরে তোরি মোঙ্গালালোকে
রাখিস মনে শুধু এতটুকু ভেবে
দাদাভাই হয়ে এসে ছিলো কেউ, ক্ষনিকেরো তরে