খাঁচার পাখি বলে ছাড়িয়া নিশ্বাস
মুক্তি যদি পেতাম ওগো বন্ধ কুঠরিতে
হাঁপ ছাড়িয়া বাঁচিতাম মাগো
শেষ কটা দিন ভেবে
বন্দি শিশু বলে শুধু কেঁদে কেঁদে
ছাড়িয়া দাও মোরে উন্মুক্ত আঙ্গিনাতে
গৃহবধূ বলে যেতে দাও মোরে
সমাজ ও সংসার ছেড়ে
দুরন্ত বালক ভাবে দেখিতেই হবে
কী এমন আছে নদীর ঐ পাড়ে
কেহ শুধু ভাবে দেশান্তরী হয়ে
দেখবো জগৎ টাকে
হাসিয়া বলি আমি
ঘুরছি মোরা আপন কক্ষ পথে
সীমানা তোমার নাই জানা
তাই মরো মিছে ঘুরে ফিরে
জানিয়া রাখো পৃথিবীটা বড় ছোট
তব উড়িবার তরে।