আজি হতে শত বর্ষ আগে
বাংলার এক অখ্যাত পাড়া গাঁয়ে
একটি শিশু জন্ম নিল অগোচরে
কেউ ভাবেনি একটি বারের তরে
আরেকটি দেশ জন্ম নেবে
সেই শিশুটিরি হাত ধরে
বন্যা খরা আর দৈন্য দশা
খুদা মন্দা চলে হর হামেশা
স্বৈরাচারী শাসক নেতা
খোদ অভিশাপ দেয় যে সদা
জন্ম নেয়াই যেন পাপ সেথা
তারই মাঝে উঠলো জেগে
সেই শিশুটি প্রতিবাদী রূপে
তুললো ধরে অধিকারের কথা
ভেঙ্গে সকল অসম প্রথা
সম সাময়িক সকল নেতা
পড়ালে তাকে বঙ্গবন্ধুর মালা
বজ্র কণ্ঠে আওয়াজ তুলে
কোটি জনতাকে উদ্বেলিত করে
লক্ষ প্রাণের বিনিময়ে
লাল সবুজের পতাকা হাতে
আনলো ছিনিয়ে বাংলা মা-কে
এগারো টি বছর জেল হাজতে
ছিলেন শত কষ্ট সয়ে
শত্রুর ঘরে বন্দির বেশে
নয় মাস ছিলেন বুক চিতিয়ে
কেউ পারেনি কাটতে আঁচড়
ব্যক্তিত্বের তার এমনি জোর
নানান দেশের নানান মানুষ
দিলেন তারে জাতির পিতার মুকুট
সেই নেতাকেই নির্বিচারে
মারলে তারা আপন ঘরে
এমন নেতা কোথায় পাবে?
বাঙ্গালী জাতি হারিয়ে তারে
নিরালায় জেনো আজও কাঁদে।