টাকাটাকাটা-কাটাকাটাকা,
টাকাটাকাটা-কাটাকাটাকা!

দেয় না কেউ মোরে একটা টাকা;
টাকার অভাবে আজি চিকনা-পেটা।
কি হয় দিলে মোরে কয়টা টাকা?
না হয়ে খেয়ে খেয়ে ভোঁটকা-মোটা?

টাকা নাই; নিঃস্ব হয়েছি আজি।
মোর টাকা মেরে লোকে হয়েছে হাজী।
সবাই করে খালি চাপাবাজি;
ভণ্ডরা মুখে হয় শহীদ-গাজী।
টাকা নাই, খাব ধরে ইঁদুর-বেঁজি;
ছিল টাকা, খাইতাম বাদাম ভাজি।

বসের অমতে চলে, হয়েছি ছাঁটাই;
টাকা ছাড়া, দিন আজি ক্যামনে কাটাই?
দিয়েছে বিয়া ভায়ে; দেয়নি টাকা।
বাপে মোর নিয়ে নিছে এত্ত টাকা।
বাবু ডাকে ক্ষণে ক্ষণে, ‘বাবা বাবা!’
বিবি কয়, ‘কাজ করে তোমার বাবা!’

সবার ঘরে আছে টাকার খনি;
দেয় না কেউ মোরে একটু খানি।
হলি টাকা, পড়িতাম খোদার কোরান;
নাই টাকা, খুঁজি কাজ, হই হয়রান।
হবে কি টাকা মোর? হবে কি আসান?
নাকি এভাবেই হবে জীবনাবসান?

লুটেপুটে খেলি মোর সবি …
আমি আজ ভাবুক কবি …
‘চাকরি কর, একটা চাকরি কর!’
বলি, ‘ভণ্ডরা, তোরা চুপ কর!’

টাকা নাই; আমি আজ নিঃস্ব বেকার;
গানের আসরে মোর জয়জয়কার!
কয়টা টাকার তরে …
উঠি রোজ কাক ডাকা ভোরে …
টাকা নাই মোর;
আছে টাকা তোর;
দে মোরে টাকা;
ওহে, পেটুক বোকা!

টাকাটাকাটা-কাটাকাটাকা,
টাকাটাকাটা-কাটাকাটাকা!
টাকাটাকাটা-কাটাকাটাকা,
টাকাটাকাটা-কাটাকাটাকা!
টাকাটাকাটা-কাটাকাটাকা,
টাকাটাকাটা-কাটাকাটাকা!