আদরে-আহ্লাদে ভুলি, গুরুজনে করি সদা নতি,
কাটাইনু এ জীবন সুখ-বর্জি করি বিদ্যার্জন।
পুণ্য ভাবিয়া, কতনা খাটিয়া, লভিনু যশ-খ্যাতি,
বন্ধু শত শত, অঢেল বিত্ত, সন্তান-পরিজন!
অলস-সালাতে, এক-আনা-দানে, মজিয়া সন্তোষে,
ডুবিয়া বিলাসে, হইয়া ভারী জমিল পাপরাশি –
কভু সজ্ঞানে, কভু অজ্ঞানে, কভু দুষ্ট-সঙ্গ-দোষে।
পড়িয়া বৃথা, কি লাভ হইল, পুস্তক রাশি-রাশি?
সহসা সন্তাপে, ত্যাগিয়া হর্ষ, খুঁজি দ্বীন আল্লার;
হারাইয়া সর্ব, লভিব স্বর্গ – ছিলো কতো আশ্বাস
এমতে-সেমতে, বইতে-বাণীতে, আহ্বান দুর্বার –
সকলি নিছকি ভুল-শুদ্ধ-মিশ্রিত অন্ধবিশ্বাস।
পড়িয়া ছিলো শুধু কোরানখানি – ধূলি-ধূসরিত;
তুলিয়া নিয়া, পড়ি – শুদ্ধ ঈমান আজি অঙ্কুরিত।