খরায় উত্তপ্ত ভূম; মৃত্তিকা চৌচির;
বারিদ-রিক্ত ব্যোম; প্রাণ বিলুপ্ত প্রায়।
নিস্তব্ধ ভুবন; সহসা স্নিগ্ধ সমীর –
ক্ষুব্ধ ঘন; চকিতে চঞ্চলা চমকায়!
রিমঝিম বৃষ্টি, কভু বা মুষলধারে –
ধীরে ধীরে ধরাতল ফিরে পায় প্রাণ;
সবুজের সৃষ্টি, প্রাণীকূল এসে ভীড়ে;
দেখ – ঐ দূরে, নির্মল হাসে যে কৃষাণ।
কেন নয় প্রত্যয়, সৃজনে পুনর্বার?
সৃজিয়াছিলেন সবই সেই আদিতে;
মহিমায় আল্লাহ্ যে অশেষ-অপার –
অক্ষম নহেন তাই পুনঃ সৃজিতে।
নিষ্ফলা ভূমেও ফলে কতই রতন!
পুনরুত্থান – জেনো, ইহারই মতন।