ছোট শিশু একাকী খায় বসে বিস্কুট;
তেলাপোকা নাড়ে শুঁড়, ‘দিবা একটুক?’
না দিলে কাটে কাপড়; কাটে চিরকুট;
দিলে হয় মহাখুশি, নহে অমিশুক!
মশারির মশা মেরে সারা রাত নষ্ট!
একটু খেলেই, ওরা আর না জ্বালায়!
বড় লাল পিঁপড়ের কামড়ে কী কষ্ট!
এক্তু গুড় দিলেই, ওরা ভোর নেশায়!
আমরা বিগড়ে গেলে, বিগড়ায় ওরা;
একটু সইলে, পাই কত ভালোবাসা!
হৃদয়ের প্রসারতা চাই না কি মোরা?
এ ধরা নয় শুধু মানুষেরই বাসা।
সব মেরে শেষ করে, না হই কাতর? –
জানিবে সাধুই ওরা; মোরাই ইতর!