সেদিনের আকাশেতে তারার মেলায়,
কবি-মনে কত ভাব খেলা করে যায়।
আজি বাতির আলো, আর ধুলি-ধোঁয়ায়,
নিভু-নিভু তারাগুলি বিদায় জানায়।
ফুলের সুবাস কভু ভাসে নাকো আর;
পাখির কুজনে ঘুম ভাঙে না আমার।
আর কাঁচের মতো নেই স্বচ্ছ সে জল –
তেলে-রঙে-পলিথিনে বিনষ্ট সকল।
ডিজিটাল দুনিয়ায়, ডিজিটাল কবি –
যান্ত্রিক-নিস্প্রাণ মম জগতটা খুবি।
একদিন ছেঁড়ে-ছুঁড়ে অচিন গুহায়,
বিষণ্ণ এ-মনখানি ছুটে যেতে চায়।
দূষিত শহর হতে করো মোরে ত্রাণ –
কবির হৃদয় তবে ফিরে পাবে প্রাণ।