হু হু করে বেড়ে চলে জিনিসের দাম;
গরিব বেকার আজি বড় অসহায়;
দামের জন্যি, নাহি খেতে পাওয়া যায়
জলপাই তেল, আর মাখন-বাদাম।
মাছ-মাংসের কথা বাদই দিলাম;
ডিম পাড়ে না যে ওরা – ক্যামনে যে খায়?
ঘি-পনির? – সাধ আছে, সাধ্যে না কুলায়;
কপি-ব্রকলির দাম বাড়ে অবিরাম।
কিটো খাবারের আজি আকাল যে ভাই –
তবু, গরুর চর্বিটা সস্তাতেই মেলে;
ও! চিংড়ির শুঁটকি – মচমচে ভাজা!
খেতে সবুজ শাক, কোন সমস্যা নাই।
ফল, লবণ, মশলা অল্পতেই চলে।
খাও সস্তা কিটো – সবে থাকো তরতাজা!