পূবেকার বন্ধু – বাতিলে কণ্টক, সত্যে সহচর;
আত্মতৃপ্তি ভুলে, বিপদে সহায়, দারিদ্র্যে সম্বল।
আল্লাহ্র স্মরণে সুখে-দুখে সে বদ্ধপরিকর;
কতো দীপ্তি নয়নে তার, গায়ে সাধকের কম্বল!
সদা সদাচারী, সালাতের সাথী, জিহাদের সঙ্গী;
অরণ্য-প্রান্তরে, গুহা-পর্বতে, অর্ণবে-মরুবুকে
করে মুসাফিরী। বলে মন যাহা চাহে, নাহি ভঙ্গী;
দেয় উড়িয়ে যা-ই বলে লোকে স্মিতহাস্য-কৌতুকে।
আজিকার বন্ধু – সেতো নষ্ট সময় বৃথা আড্ডায়,
সহাস্য ব্যঙ্গে সত্য-পরিহরি কেবলি মিথ্যাচারে,
আর অশালীনতায়; ভূরিভোজে শুধু অপব্যয়;
মদ্য-বিলাসে, জপে খোদার নাম অবরে-সবরে।
নিসঙ্গ আমি সানন্দে আজি, একাকীই ঘুরি-ফিরি;
সদা নির্জন ধ্যানে মজে, লভি ঊর্ধ্বলোকের সিঁড়ি।