আমি পাপি বান্দা বিধায় নির্ধিদায় সব পাপ করি
তবু ক্ষমা ভিক্ষা চাইগো তোমার কুদরতি পাঁয় ধরি,
মহা ক্ষমাকারি তুমি ক্ষমা করাই তোমার স্বভাব
ক্ষমা ভিক্ষা দিলে তোমার রহমতে কি পড়বে অভাব?
ফরিয়াদ এই পাপি বান্দার
দরবারে মাওলাগো তোমার
করজোড়ে নতশীরে তোমারে জানাই
তুমি ডাক দিওনা
তুমি ডাক দিওনা কবরে আমায়................
না বানাই, না বানাই মোরে জান্নাতি না বানাই
পাপের দায়ে দোজখ যদি ধার্য্য করে দাও
তবে মাফ করার অধিকার হতে বঞ্চিত কি নও?
ক্ষমা যদি করো প্রভু কে আছে তোমায় জিজ্ঞাসার
জগতের এই নাফরমান কি করে ফেল পার
তাই মুক্ত করো যত পাপের দায়
তুমি ছাড়া কে আছে হায়
মাফ করার অধিকার এমন যারে শোভা পায়
তুমি ডাক দিওনা,
তুমি ডাক দিওনা কবরে আমায়.................
না বানাই, না বানাই মোরে জান্নাতি না বানাই