♥️নাহিন মুনকার (নাহিয়ান) এর সৌজন্যে♥️
তোমরা কি কেউ বলতে পারো
কে দেখেছো কবে
আদি হতে আজ অবধি
দুই খানা চাঁদ ভবে....?
ভাবছ জানি এমন এটা আবার কেমন
আজগুবি কল্প,
রূপকথা নয় সত্য এ'যে সদ্য আঁধার ফুঁড়ে উঠা
নব্যচাঁদের গল্প।
অমাবস্যার প্রহর শেষে
আধ বুড়ো'চাঁদ রোজ আকাশে,
আদি কালের দাদির মত
বাঁকা ঠোঁটে আদৌ হাঁসে।
আমার গল্পটি নয় আদিম'কালের
পুরনো এক ফালি চাঁদের,
স্বচক্ষে মোর দৃষ্টি চাঁদের
সৃষ্টি আরেক নব্য জাতের।
বর্ষপুঁঞ্জে বিশ আঠারো তারিখ জুলাই মাসের বারো
কালে বৃহস্পতি,
রাত্রি সাড়ে দশের পরে অমা বিশ্বে চাদর ফুঁড়ে
উদয় চঁন্দ্রজ্যোতি।
বসুন্ধরায় কি যে হলো অদ্য নিশি আঁধার ছিল
ভীষণ কালো ধোঁয়ায়,
হঠাৎ মেঘাচ্ছন্ন কৃষ্ণ ভূবন পুনর্জিত নয়া জীবন
নব্য চাঁদের ছোঁয়ায়।
অমা বিশ্ব আলো করে সৃষ্টি মম কুঁড়েঘরে
সদ্য নব-জাতক,
আহ্, কি যে সুরূপ চন্দ্রানুরূপ
যেন ঐশী তারার জালক।
আনন্দে মাতোয়ারা দিক হারিয়ে দিশেহারা
আঁতিপাঁতি হর্ষ নাদ
"নাহিন মুনকার" তনয় আমার
নীলাম্বরের এক ফালি নীলচাঁদ।