(আঞ্চলিক ভাষায় কবিতার পোস্টমর্টেম)
আত ধরি যন্ টানো আঁরে
টান যে লাগে কইলজার ঘরে,
মুছি যায় বেক মান অভিমান
হ্যাঁচ লাগে তন্ গলার স্বরে।
ও সুন্দরী, ! কও চাই হুনি
যদি পিরিত কইত্তে চাও,
চোখ দি যন্ কিছু কই
লাল অই কিল্লাই হিরি যাও ?
গড়াই হড়ে গাঙ্গের হানি
চাই লও হেই জোয়ার ভাঁডা,
তূঁই ও হেই গাঙ্গের মত
আইবার আগে ধর আঁডা।
পিরিত যদি না থায়
তই কিল্লাই আইয়ো হিরি,
চাইতে বুঝি কষ্ট বেগ্গুণ
কেন্নে আঁরে ধইচ্ছে ঘিরী ?
নাকি কাঁডা গা’ৎ নুনের চিঁডা
মাইত্তে ইচ্ছা জাগে,
আঁর চোখের হাইন্যে বিজা দেখি
তোঁয়ার বুঝি ভালা লাগে ?