নবজান দাও হে মহান দেখিবার তরে
যারে দিয়েছি নিঃস্ব করে বিশ্ব তীর পরে।
মায়ার বাঁধন ছিন্ন হলে এমনি করিয়া কাঁদে
জানলে কভু জগৎ প্রভু পড়িতাম তব ফাঁদে ?
ধুলিকর কসে জড়ায়ে শেষে লুটায়ে পড়িবে হায়
অবিরাম লোচন বারি অঝোরে ঝরিয়ে গায়।
কাঁদবে কত অবিরত নিঃসঙ্গ সেই প্রাণ
জানবো যদি আঁখিনীরে হবেরে মোর স্নান।
ওফাৎ লগনে ব্যথা পাই মনে নয় লোকান্তরে
দেখিব কি আর কেমনে তাহার নেত্রজীবন ঝরে ?
ওগো ভূপতি শোনো আর্তি নতশিরে তব পদতল
রক্ষক মোরে রক্ষা করে দাও সে অক্ষিবল।
শয়নে স্বপনে কিবা জাগরণে যদি পূর্ব স্মৃতি আসে
আঘাত হানি বুঝি কামিনী আঁখিনীর স্রোতে ভাসে।
(চলবে..............)