আঁর লক্ষুরার মাডি,
ওরে সোনার তোন খাডি (২)
হেই মাডির কথা হইড়লে মনে কইলজা যায় হাডি (২)
হুব চর-শাই গেরামে আঁর জন্ম অইছে ভাই
হেই কতার'লাই আঁর হরানে খুশির সীমা নাই
ছোড বেলা খেইলছি কত নানান রকম খেলা
বাড়ীর সামনে খালে কাটতো সকাল সন্ধ্যা বেলা
এই গেরামে গেছেরে আঁর বাল্যকাল কাডি -
আঁর লক্ষুরার মাডি -
ওরে সোনার তোন খাডি.....
হেই মাডির কথা হইড়লে মনে কইলজা যায় হাডি
নানান রকম গাছ-গাছালি রাস্তার দুইহাশ ধরি
সবুজ সাজে খাড়াই রইছে মাথা উঁচা করি
বিয়াল অইলে হইক'হাড়ার মেলা জমে গাঁঙে
কিচির-মিচির শব্দ হুনি সকালের ঘুম ভাঙে
ঘুমের ঘরে দেই হবনে হেই রাস্তা ধরি আঁডি -
আঁর লক্ষুরার মাডি -
ওরে সোনার তোন খাডি.....
হেই মাডির কথা হইড়লে মনে কইলজা যায় হাডি
চৈতের শেষে ইরি খেতে চাইতাম দুইচোখ মেলি
দখিনা বাতাসে যাইতো সোনালী ঢেউ খেলি
ধান কাডিবার গেছি একবার কামলা বেডা লই
দুপুর বেলা খাইছি খানা গাঁঙের হাড়ে বই
গাঁঙের হাড় লাগে যেন্ কি সুন্দর এক ঘাসের হাডি -
আঁর লক্ষুরার মাডি -
ওরে সোনার তোন খাডি.....
হেই মাডির কথা হইড়লে মনে কইলজা যায় হাডি