Anti Love
"নোয়াখালীর আঞ্চলিক ভাষায় রচিত"
পিরিতের রাজ্য দখল করি যিগুনে কইচ্ছে সব্বনাশ
অর্ধেক কইচ্ছে শাহজাইন্না আর অর্ধেক চণ্ডীদাস।
টিঁয়ার জোরে শাহজাইন্না কইচ্ছে গরীবরে লই উপহাস,
বারো বছর নাকি বরি বাইছে মিস্টার গাধা চণ্ডীদাস।
টিঁয়ার ঠেলায় শাহজাইন্না একখান তাজমহল গড়ি
আবাল চন্ডীর মত কার ধৈর্য ১২ বছর বাইবো বরি?
পেম পিরিতি এমন কি আর ইগুনে কোন বাল জানে
রুবিল্লারে লই চা মাইয়ারা কেরুম টানা টানে......।
পিরিতের বডডা দুই গাধী প্রভা হ্যাপির মত বোকা
চণ্ডীদাস শাহজাইন্নারা দিছে শেষ হইজ্জন্ত ধোকা।
এরে সম্রাট শাহজাইন্না ও আবাল চণ্ডীদাস
তোগো দুগার হোঁনমারাইন্নে পিরিতের এই সব্বনাশ।
পিরিতি করি আসল প্রেমিক অই গেছে গই ধইন্য
তোগো দুগার পিরিত আছিল্ বাজারের এক পন্য।
পিরিতি কি দেয়ানের মত বাজারের কোন হদাই?
উত্তর দে শাহজাইন্না ও মিস্টার চণ্ডীদাস ভোদাই।
যদি কোন দিন দুনুগারে হাই আইজ্জা কসম নিছি
হেই'দিন তোগো হিছে যদি আঁই কুত্তা'না ছুয়াই দিছি।
.............................................মনে রাখিস 😂😜