ও কারিগর কানা চোখের ছিল কি দরকার-
আমার ছিল কি দরকার,
যেই চোক্ষে নাই শক্তি আমার স্রষ্টা দেখিবার-
মহান স্রষ্টা দেখিবার...
পাঁচ আঙুলের কপাল দিয়া বানাইয়াছ কপাল মন্দ
দৃস্টিতে অদৃশ্য তুমি চোখ থাকিতেও আমি অন্ধ(২)
দুচোক্ষে মোর পাপের ছানি দূর করিয়া দে -
পাপের পর্দা তুলে নে -
একটু সুযোগ কইরা দে'রে মাওলা একবার.........
আমার দুচোক্ষে দাও এক ফলক তোমায় দেখার অধিকার-তোমায় দেখার অধিকার।
স্বল্প'জ্যোতির যুগল'নয়ন দিলা কোন'সে পাপের দায়ে?
স্বল্পতায় দাও পুর্নতা আজ তোমায় দেখার অভিপ্রায়ে(২)
হয়তো পাপির পাপ গুলো সব সাফ করিয়া দে -
চোক্ষে নুর মাখিয়া দে -
নইলে চোক্ষু তুলে নেরে মাওলা আমার...............
স্রষ্টা দেখার নাই শক্তি বেকার চোক্ষের কি দরকার-
এমন চোক্ষের কি দরকার।
তোমার সৃস্টির খুৎ ধরিবার সাধ্য আছে কার এমন?
তবু পাপি বান্দার এ'মন তোমায় দোষে শুধু অকারন(২)
চোক্ষে আমার ভীষন খরা দূর করিয়া দে-
একটু দর্শন দিয়া দে-
চোক্ষু শীতল কইরা দে'রে মাওলা আমার........
যেন খরা চোক্ষে পাই দেখিবার নয়ন জুড়াবার -
তরে নয়ন জুড়াবার।
মাওলা তোমার কুদরতি পাঁয় মিনতি এই পাপি বান্দার,
তোমায় একনজর দেখিবার আগে হয়'না যেন মরন আমার(২)
জীবনের এই শেষ ফরিয়াদ মঞ্জুর কইরা দে -
দয়ার হাত বাড়িয়ে দে -
ভিক্ষা ভেবে দিয়া দে'রে মাওলা আমি আমার.......
পাপের তরে পাপি হলেও বান্দা যে তোমার-
আমি বান্দা যে তোমা.....র।