হ্যাডম জাজের কচ্ছপ হেতে
এই হ্যাডম কে কইচ্ছে দান?
হুঁন্দুত্তি খাই হড়লে বুজবেন
রশি ধরি মাইল্যে টান।
খাদ্দা কুঁড়ি মান্দার কাঁডা
কার লাই হাতেন খাদে?
মনে রাইক্কেন হড়তে হারেন
নিজের হাতা ফাঁদে।
মরা গরুর আঁড্ডির লাই
কুত্তা যেরুম কাইজ্জা করে,
ভাগ'নো হাইলে নেড়ি কুত্তা
উঁন্ডা খাই-যাই হানিৎ হড়ে।
রোগা-শোগা হিরাইল্যা
কুত্তারো অয় বাঘা নাম,
গার জোরে'না হাইল্লে হেতে
খেউয়াই মারায় তিন গেরাম।
মোঁডা-গাঁডা আঁতি যদি
ভুলে-ভালে খাদে হড়ে,
সুযুগ বুঝি হেই সুযুগে
চাঁড়িয়া হইকো চাবি ধরে।
বনের রাজা সিংগের জনম
বনে বনে যায় কাডি,
শেষ কাডালে হোগা চেঁচাই
হেই রাজাও যায় আঁডি।
যোয়ান-যান্ হোলা-হাইন
মোরগের লাইন চুল কাডে,
রাস্তা ঘাঁডে উত্তুই হড়ি
ছেগাই ভেগাই দেই আঁডে,
চুল ক'গাইছ বড্ডা করি
হেতে অই যায় নেতা,
নিজেত্তোন কম-জোরাইল্লার
উর্পে মেলা চ্যাঁতা।
এক চোয়াড়ে যাইবো খাদাই
দশ আত মাডির নিচে,
হইন্নি-জইন্নি হিগুন বেজ্ঞুন
নেতার গিরিৎ নাম দিছে।
কত দেইখলাম এই জনমে
গার-জোরাইল্লার কেরামতি,
রাইত হোয়াইলে বেজ্ঞুনের
দেই দুর্দশা আর দুর্গতি।
রোগ বেরামে ধইল্লে চাঁন্দু
বুঝবি নাই আর বেইল,
বিছনাৎ হড়ি আগি মুতি
শেষ অইবো তোর খেইল।
কার বলে এই জোরাজুরি
আমরা বেকেই জানি,
দম হুরাইলে গাজ্জোর অইবো
কচু হাতার হানি।