"আঞ্চলিক ভাষায় রচিত"
দেশের যে হাল হায়রে বেহাল কি কমু আর চাতা,
হইন্নি জইন্নি অইলে আর কি দেশের বড্ডা মাতা।
দেশতো তলাই যাইবো ঠিকই আঁংগো কি উপায়,
দামড়া যদি চুড়ি হিঁন্দি দামড়ির কির্তন গায়।
ভালা মাইনষের রাজনীতিতে নাই কোনো আসন
থাকলে কি আর ঘরে বই বই মাঝে থালা বাসন।
শিক্ষিৎ মাইনষের অভাবে আইজ দেশের দুরাবস্থা
নামের কোগা শিক্ষিৎ আছে মুর্খের তোনো সস্থা।
হেডে ভাত নাই শার্ট পেন্ট হিঁন্দি হুডানি মারায়
হড়ালেয়া বাদ - দি বেকগুন রাজনীতি মারায়।
আসল শিক্ষিৎ অইলে কি আর দেশের এই অবস্থা
এম, এ হাস করি টানে চাইল আর আলুর বস্তা।
জিগার হুলের হাত্তা গুলে খায়নো হিগার আতে অস্ত্র
হেই হেডমে না ঢরায় খুলতে বঙ্গ মার হিন্নার বস্ত্র।
হইন্নির হোলার হেডে ভাত নাই হাঁড়ে পিস্তল লই ঘুরে
তোর আতে অন থানের কথা খাতা কলম ভুরে'ভুরে।
বিদেশে যাই বেলচা মারে হেতে নাকি ডিগ্রী হাস
রাজনীতি আইজ ভরি দিছে হিচকিনার দি বাঁশ।
ঠিক মত তুই হইড়লে কি আর লাগে বেলচা মারা
এক বেলা না খাইলে তোরে জিগাইবো নেতারা ?
হুদা মিছা কিল্লাই আঁডচ এরুম বাল চালের হিচে ?
রাজনীতি'তো জন্মই অইছে খারাপ মাইনষের বিচে।
দেশের কোন বাল শান্তি অইবো, চাই লন চোখ দোড়াই
যদি এগ্গা বই'থায় আরেগ্গার হোঁন্দে খুঁডা মাইরবার লাই।
রাজনীতিরই বাল না কইল্যে হেডের ভাত'কি জুটতোনো?
উপাইয়া থাইকলে নেতারাও তোর হেডে ভাত ভইত্তোনো।
আর কত কাল করবিরে তুই বোকার সর্গে বাস....?
হুতি না থাই চোখ মেলি দেখ তোর জাতির সর্বনাশ।
টোঁয়া'নক্সিয়া কতায় ওস্তাদ আঁংগো দেশের সরকার
আসলে এ জাতির লাই এক যোগ্য লিডার দরকার।
জিগার কতায় নয় হরিচয় দেশের উন্নয়নের কামে
বিশ্ব হেই দিন চিনবো আরেক বাংলা নতুন নামে।
হে বাঙালি, বিশ্বের লগে তাল মিলাইয়া যদি চইলতে চান
দোহাই আল্লার সময় আছে অনো বই হুস্তুকে হিরী যান।
দেশের যদি উন্নতি চাও আগে শিক্ষিত হও জাতি
যিগা নাকের আগাৎ হোঁন খাইজ্জায় হিচমোঁড়া মার লাতি।