বঙ্গ'মা তোর বদন দেখে
অঙ্গ মোহে সঙ্গ নেতে,
রূপ পিয়াসী মাকড়সারা
রইছে আসন পেতে।
সাবধানে থাকিস মা'রানী
ওই হায়েনার দলে,
যেন হাকিতে না পারে কটু
লাল পিপাসুর বলে।
ঘুমন্ত তোর বাধ্য শিশু
অবাধ্য যতো ছেলে ,
তোর পরনের বস্ত্র হরণ
দেখিছে চোখ মেলে।
অক্ষর জলে বক্ষ ভাসাও
বক্ষে কিসের বেদন,
অক্ষী নোনায় নিভে কি আর
বক্ষ কুঠির দহন।
ভবে কবে মা সৃষ্টি হবে
সেই রতন পঙ্খীদল,
আসবে তেড়ে মুছবে তব
নয়ন কোনের জল।